Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/u190191543/domains/banglablogger.in/public_html/wp-content/plugins/quick-adsense-reloaded/includes/template-functions.php on line 2057
Warning: Invalid argument supplied for foreach() in /home/u190191543/domains/banglablogger.in/public_html/wp-content/plugins/quick-adsense-reloaded/includes/template-functions.php on line 2069
Create proper backlink (Bengali article)
Backlink কেন বানানো হয়?
- External linking
- Internal linking
নিজের সাইটের একটি পেজকে অন্য পেজের সঙ্গে Link করাকে internal linking বলে।
কীভাবে Backlink বানাবো
১) কেউ ব্যাকলিংক দিতে চায় না।
২) ভুল ব্যাকলিংক বানালে গুগলের প্যানাল্টি। একবার গুগলের প্যানাল্টি মানে মোটামুটি কয়েকমাসের ঘুম। অনেকে ফিরতেই পারে না। তাই ব্যাকলিংক বানাতে গিয়ে ভুল ব্যাকলিংক বানাবেন না।
ভুল ব্যাকলিংক মানে যে টপিক আপনার ব্লগের বা ব্লগপোস্টের নয় সেই টপিকের ব্লগপোস্টে লিংক বানিয়ে দেওয়া।
★★★★★
ব্যাকলিংক বানানোর বর্তমানে দুটো উপায়
- গেস্টপোস্ট করা
- কমেন্ট করে লিংক বানানো
গেস্টপোস্ট করার আগে যে সাইটে পোস্ট করতে চাইছেন সেই সাইটের DA এবং PA যেন মিনিমাম ২০+ হয়। নতুবা লিংক বানিয়ে লাভ নেই। উল্টে ক্ষতিও হতে পারে।
কমেন্ট করে লিংক বানাতে পারেন, টপিক সেম হলেই হল। ডিএ পিএ কম হলেও তেমন ক্ষতি নেই।
ব্যাকলিংক বানানোর আরও ভাল উপায়
গুরুত্বপূর্ণ 👉 ব্লগারে কিংবা ওয়ার্ডপ্রেসে কিংবা উইক্সে কিংবা গুগলসাইটে নিজের একটা করে ফ্রি সাইট বানিয়ে সেখানে ব্লগপোস্ট করে লিংক বানাতে পারেন 😊 হাই কোয়ালিটি লিংক তৈরি হবে। তবে খুব বেশি করবেন না। খুব বেশি করলে নির্ঘাত প্যনাল্টি পাবেন।
🙏 লিংক কিনবেন না। লিংক জেনারেটর দিয়ে অটো লিংক বানাবেন না। একমাসের ভেতর গুগল আপনার সাইটকে সার্চ থেকেই সরিয়ে দেবে।
ব্যাকলিংকের থেকেও ইন্টার্নাল লিংকিং আজকের দিনে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে। নিজের রিলেটেড পোস্টগুলিকে একে অপরের সঙ্গে লিংক করুন। অনেক বেশি কাজ হবে।
নিম্নমানের ওয়েবসাইটে লিংক বানাবেন না। বা নিজের ওয়েবসাইট থেকে নিম্নমানের সাইটকে লিংক করবেন না। এতে নিজের সাইটের ক্ষতি হবে। এই জন্যই বলেছিলাম নিয়েল পাটেলকে আমি লিংক দিলেও সে নেবে না। কারণ উনার ব্লগ মারাদোনা আমার ব্লগ চারাপোনা।