Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/u190191543/domains/banglablogger.in/public_html/wp-content/plugins/quick-adsense-reloaded/includes/template-functions.php on line 2057
Warning: Invalid argument supplied for foreach() in /home/u190191543/domains/banglablogger.in/public_html/wp-content/plugins/quick-adsense-reloaded/includes/template-functions.php on line 2069
All time best Bengali quotes on friendship
Bengali quotes on friendship – অনেকগুলো সেরা friendship quotes দিলাম প্রতিটাই Bengali quotes on friendship. বন্ধু মানেই যেন আবেগ আর উচ্ছাস। বন্ধু মানে বিশ্বাস।
Bengali quotes on friendship
বন্ধু বলতেই সেই পাঠশালা থেকে শুরু করে কতশত নানা রঙের দিন মনে পড়ে। বন্ধু বলতেই নিজেকে হারিয়ে ফেলি উদ্দাম একটা ঝড়ে। তাই শুধু চাই যেখানেই যাক বন্ধুরা ভাল থাক।
বন্ধু তোর জন্য রাখা আছে বুকের ভেতর
আদর দিয়ে সাজিয়ে রাখা
মাঠ ভর্তি ঘাস
যে পাখিটার ডানা ভেঙেছিল
তুই তো তাকে দিয়েছিল
একজীবন বাঁচার মতো টকটকে নীল আকাশ
বন্ধু তোর জন্য রাখা আছে বুকের ভেতর
আদর দিয়ে সাজিয়ে রাখা
মাঠ ভর্তি ঘাস
যে পাখিটার ডানা ভেঙেছিল
তুই তো তাকে দিয়েছিল
একজীবন বাঁচার মতো টকটকে নীল আকাশ
বন্ধু তুই না থাকলে আর কোনওদিন
আমার মনে ফুল ফুটত না
বন্ধু তুই না থাকলে আর কোনওদিন
আমার আকাশে সূর্য উঠত না
আয় না আবার হারিয়ে যাই
বন্ধুবেলার ভিড়ে
যেখানে নেই ধনী-গরিব
বা বেকারত্বের জ্বালা
আয় না হারাই
যেখানে সবাই মিলে ভাত খেয়েছি
একটা মাত্র থালা
কখনো যদি যাই হারিয়ে
জীবন নদীর চোরা গলির বাঁকে
বন্ধু ডাকবি কি সেই নাম ধরে
পরিচিত সেই ডাকে ?
জানিরে জানি তুইও একদিন পালটে যাবি
শুরু হবে উলটো চাওয়া পাওয়া
পালটাবে না শুধু স্মৃতিগুলোই
যতই বইতে থাক
সব পুড়িয়ে দেওয়া হাওয়া
তোর মতো একজন বন্ধু থাকা মানে
পুরো একটা আকাশ পকেটে থাকা
তুই না থাকলে
❤শালা❤
বাঁদিকের বুক পকেটটা যেন ফাঁকা
বন্ধু মানে পাতায় না লেখা
এক পবিত্র
গল্প
বন্ধু মানে
পুরোটাই ভালবাসা
রাগ অভিমান
অল্প
বন্ধুত্ব মানে-
বয়সের সাথে বয়সের মিল নয়
বন্ধুত্ব মানে-
মনের সাথে মনের, গোপনে হয়ে যাওয়া পরিচয়।(collected)
বন্ধুত্ব মানে-
একাকীত্বের প্রতি অভিশাপ
বন্ধুত্ব মানে-
খুব প্রয়োজনে, খুঁজে পাওয়া ওই দুটি হাত।
(Collected)
আজকে একলা হারিয়ে গেছ
মনকেমনের নীড়ে
ইচ্ছে করে আবার হারাই
বন্ধু দিনের ভিড়ে
বন্ধু মানে কার্বনহীন নিশ্বাস
বন্ধু মানে বেঁচে থাকার বিশ্বাস
বন্ধু মানে নিজেকে প্রকাশের খাতা
বন্ধু মানে প্রাণ দিয়ে দেওয়ার মতো দাতা
বন্ধুত্ব হল ঈশ্বরের দেওয়া এক মধুর বন্ধন। সবাই বন্ধু হতে পারে না। সবাই বন্ধুত্ব নেভাতেও পারে না। নিজের স্বার্থ নিয়ে আসা কেউ কোনওদিন বন্ধু নয়।
বন্ধুর হাসি কান্নায় সমান ভাবে উপস্থিত থেকে, বিপরীত পরিস্থিতি থেকে বন্ধুকে অনুকূল পরিস্থিতিতে নিয়ে আসা বন্ধুর কাজ।
শেয়াল আর কুমিরের চাষ করার গল্পটা মনে আছে? ওরা যেমন বন্ধু ছিল না তেমন ঠকবাজরা কোনওদিন বন্ধু নয়।
তাই ভাল বন্ধু হওয়া এবং ভাল বন্ধু পাওয়া দুটোই ভাগ্যের উপর নির্ভর করে। কিন্তু সব সময় চেষ্টা করা উচিৎ, আমি যেন ভাল বন্ধু হতে পারে।
I want you to thank for your time of this wonderful read!!! I definately enjoy every little bit of it and I have you bookmarked to check out new stuff of your blog a must read blog! happy birthday Shayari
Thank you very much for your comment