Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/u190191543/domains/banglablogger.in/public_html/wp-content/plugins/quick-adsense-reloaded/includes/template-functions.php on line 2057
Warning: Invalid argument supplied for foreach() in /home/u190191543/domains/banglablogger.in/public_html/wp-content/plugins/quick-adsense-reloaded/includes/template-functions.php on line 2069
ব্লগপোস্ট লেখার আগে ব্লগপোস্ট লেখার পর
ব্লগ পোস্ট– Blog post লেখার আগে এই লেখাটা অবশ্যই একবার পড়ুন। এই লেখা থেকে আপনি জানতে পারবেন Blog post লেখার আগে ও পরে ঠিক কী কী করলে খুব দ্রুত Google Rank করা যায়।
ব্লগপোস্ট লেখার আগে
1. বিষয় নির্বাচন
যেকোনও ব্লগ পোস্ট লেখার আগে হাতে সময় নিয়ে keyword research করুন। সঠিক কিওয়ার্ড ছাড়া ব্লগ পোস্ট রেঙ্ক করে না। যেমন “প্রেমের গল্প” একটি কিওয়ার্ড, আবার ‘প্রেম’ শব্দটিও একটি কিওয়ার্ড । যে কিওয়ার্ডে কম্পিডিশন কম অথচ কস্ট পার ক্লিক (CPC) ভাল । এরকম কিওয়ার্ড নিয়ে কাজ করলে সহজেই গুগলে রেঙ্ক করাতে পারবেন। গুগলের প্রথম পেজের প্রথম দিকে থাকা মানেই দারুণ ভিজিটার পাবার সম্ভাবনা।
3. সঠিক পরিকল্পনা
মনে রাখবেন আপনার প্রতিটি আর্টিকেলের প্রতিটি কিওয়ার্ড হচ্ছে এক একটি ব্রহ্মাস্ত্র। তাই একটি অস্ত্রও যেন বিফল না যায় it’s your responsibility. সঠিক প্ল্যানিং হচ্ছে কিওয়ার্ড এর রোড ম্যাপ। কিওয়ার্ড এর জন্য ফ্রি তে Google keyword planner ব্যবহার করতে পারেন। কিংবা www.keyword.io ব্যবহার করতে পারেন।
4. পরিস্কার ভাবে সবার বোঝার মতো লেখা
5. নিজের ছবি ব্যবহার করা
ব্লগপোস্ট লেখার পরে
এখানেই অনেকে ভুল করেন। দারুণ ভাবে লেখার পরেও সেই লেখাকে সবার সামনে তুলে ধরতে পারেন না। ব্লগ পোস্ট লেখা মানে ২৫% কাজ কম্পিট। বাকি ৭৫% কাজ হচ্ছে ব্লগ পোস্ট লেখার পর। যেটা বেশিরভাগ ব্লগার করেন না। ব্লগ পোস্ট লিখে পাব্লিশ করেই তারা ভাবেন কাজ কম্পিট। কিন্তু এখানেই সব শেষ হয়ে যায়। ব্লগ পোস্ট লেখার পর কী কী করতে হবে দেখুন।
এর পরেও যদি আপনার সমস্যা হয় তাহলে আমাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট টিমকে দিয়েও আপনি ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। সেক্ষত্রে আপনার খরচ পড়বে ২৫০০-৩০০০ টাকা। তবে আমাদের আন্তরিক অনুরোধ ব্লগিয়ে ইচ্ছে না থাকলে এই দুনিয়ায় না আসাই ভাল। ব্লগিং করে তারা প্রচুর আয় করে যাদের ব্লগিং নেশা।